বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের সদ্য অব্যাহতি পাওয়া মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে।
রোববার (৯ মার্চ) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র অধিকারী মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত শুক্রবার (০৭ মার্চ) রংপুরের গঙ্গাচড়া থানাধীন গ্রীন সিটি ইকো পার্কের ব্যবস্থাপনা পরিচালক আতিকুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন। নাহিদ হাসান খন্দকারের নাম উল্লেখসহ ৮ থেকে ১০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে।
জাতীয় Read more from
মাগুরার সেই শিশুর বুকে বসানো হলো টিউব
মারা যাওয়ার আগে মা বা সন্তানের নামই মুখে আসে কেন?
ঢাকাসহ ৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা
মামলায় নগদ এক লাখ টাকা ও প্রতিদিন ২০ হাজার টাকা করে চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে।
আতিকুল ইসলাম ভূঁইয়া বলেন, গঙ্গাচড়া থানাধীন খলেয়া ইউনিয়নে তার এক বোনসহ গ্রীন সিটি ইকো পার্ক নির্মাণের কাজ শুরু করেন।