Dhaka, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

চারঘাটে জামায়াতের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৫, ০৫:০১ এএম
Bangla Today News

 

ওবায়দুল ইসলাম রবি রাজশাহী 

বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা শাখার উদ্যোগে কর্মী শিক্ষাশিবির-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) সকাল ১০.০০ ঘটিকা হতে দিনব্যাপী চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি মিলনায়তনে এ  আয়োজন করা হয়।

জামায়াতের চারঘাট উপজেলা আমির মাস্টার আবুল কালাম আজাদের  সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক আইয়ুব আলীর পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির রাজশাহী মহানগরের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য ও আইবিডাব্লিউএফ রাজশাহী মহানগরের সভাপতি অধ্যাপক সারোয়ার জাহান প্রিন্স।
এতে নির্ধারিত বিষয়ের উপর বিশেষ অতিথির আলোচনা পেশ করেন রাজশাহী-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যপ্রার্থী জননেতা অধ্যক্ষ মোঃ নাজমুল হক, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারন সম্পাদক মাও: মো: শফিকুল ইসলাম।  অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি  মোঃ সুফেল রানা ও  মোঃ তরিকুল ইসলাম।
 

Leave a comment