দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় সাবেক মন্ত্রী এবং চাঁদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং তার স্ত্রী পারভীন চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ প্রদান করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন, দুদকের পক্ষ থেকে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও তার স্ত্রীর বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেছেন।
জাতীয় Read more from
রাঙ্গাবালীতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের ধর্মঘট, কর্মকর্তাকে অবরুদ্ধ
এবার শাহজাদপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণ, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি
শকুনদের টার্গেট শিক্ষার্থীদের ঐক্য নষ্ট করা: আজহারী
দুদকের পক্ষে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার। আবেদনকারী কর্মকর্তা আদালতে জানান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঠিকাদারি কমিশন গ্রহণ, দলীয় পদ ও মনোনয়ন বাণিজ্য, সরকারি প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থ পাচারসহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়া নিজ ও পরিবারের সদস্যদের নামে-বেনামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং তাঁর স্ত্রী পারভীন চৌধুরী দেশত্যাগের চেষ্টা করছেন। তিনি দেশ থেকে পালিয়ে গেলে গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র বিনষ্টসহ অনুসন্ধানকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাওয়া বন্ধ করা দরকার।