ওবাযদুল ইসলাম রবি, রাজশাহী
মাসস সাংগ্রাইং পোওয়ে জল উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
৫ মাসে অন্তর্বর্তী সরকার ৯০ শতাংশ সফল : প্রধান উপদেষ্টার প্রেসসচিব
শ্রমিক নেতাকে গ্রেপ্তারের জেরে ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ
রাজশাহীতে নবম শ্রেণীর ছাত্রী কে বিয়ের প্রলোভন দিয়ে জোরপূর্বক ধর্ষণ মামলার অন্যতম আসামী মোঃ জামাদুর ইসলাম (৩৮) কে গ্রেফতার করেছে র্যাব-৫। অভিযুক্ত জেলার চারঘাট উপজেলার সাদিপুর গ্রামের মৃত আব্দুস সালাম কালুর ছেলে। র্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ২.৩০টর সময় জেলা মহানগরীর এয়ারপোর্ট থানাধীন সিন্দুর কুসুমদী নামক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
এই মামলার দুইজন আসামী একজন হলো তোজাম্মেল হোসেন উজ্জল শ্রাবণ (২৭) এবং জামুদার ইসলাম (৩৮)। তারা উভয় মিলে ভুক্তভোগীকে স্কুল যাওয়া ও আসার সময় প্রায়শই প্রেম নিবেদনসহ বিভিন্ন ধরণের কুপ্রস্তাব দিতো। এক পর্যায়ে গত ২২ জানুয়ারী সকাল অনুমান ১০ সময় গ্রেফতারকৃত আসামী এবং অপর আসামীর সহায়তায় জোরপূর্বক উঠিয়ে নিয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ছাত্রীর পিতা বাদী হয়ে চারঘাট মডেল থানায় ধর্ষক ও তার সহযোগীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে।
পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ওই ঘটনার ছায়া তদন্ত শুরু করে র্যাব-৫। গত ১৩মার্চ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষণ মামালর অন্যতম আসামীকে গ্রেফতার করা হয়। উক্ত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান, চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।