Dhaka, রবিবার, মার্চ ১৬, ২০২৫

রিয়াদ-মুশফিকের পর নতুন-প্রতিভাবানদের নিয়ে আশা দেখছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৫, ১১:০১ এএম
Bangla Today News

অল্প সময়ের ব্যবধানে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদের অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায়–ই শেষ হয়ে গেছে। তাদের বিদায়ের পর সেসব জায়গা পূরণে তরুণ ও প্রতিভাবান ক্রিকেটার আছে বলে আত্মবিশ্বাসী কথা শুনিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। 

শুক্রবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘সময় এলে তো পুরোনোদের যেতেই হবে। কিন্তু গত কিছুদিন আমরা নতুন কিছু খেলোয়াড়কে দেখেছি, যারা যথেষ্ট যোগ্যতা রাখে জাতীয় দলে খেলার। আমরা যদি মিডিয়াতেও দেখি, অনেক আলোচনায় ও কেন দলে নেই, সে কেন নেই। এ নিয়ে অনেক তর্ক–বিতর্কও দেখছি। এর মানে হচ্ছে যারা চলে যাবে, তাদের বিকল্পও আমাদের হাতে আছে।

তবে নতুনদের যথেষ্ট সময় দেওয়ার পক্ষে ফাহিম, ‘এখন ব্যাপারটা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে ওরা কেমন করবে এটা আগে থেকে বলাটা মুশকিল। ওদের যতটুকু আমরা দেখছি তাতে মনে হয়েছে ওরা হয়তো মানিয়ে নিতে পারবে। হতে পারে একটু সময় লাগবে, কিন্তু আমার কাছে মনে হয় নতুন যে প্রজন্ম উঠে আসছে সেখানে যথেষ্ট প্রতিভা আছে এবং তারা যোগ্য হিসেবেই দলে জায়গা পাবে।

একইসঙ্গে ‘নতুনরাও পারবে’ এমন বিশ্বাস ও ইতিবাচক মনোভাবও দেখাতে বললেন বিসিবি কর্মকর্তা, ‘আমরা সবাই যদি মনে করি তারা যোগ্য নয়, যারা চলে যাচ্ছে তাদের থেকে খারাপ এবং তাদের মতো খেলোয়াড় আর কোনোদিনই হওয়া সম্ভব নয়, তাহলে আমার মনে হয় না নতুন খেলোয়াড় উঠে আসবে। আমাদেরকে বিশ্বাস করতে হবে যারা নতুন তারা ভালো, আমাদের বিশ্বাসের মধ্য দিয়ে তারাও বিশ্বাস করতে শিখবে  যে তারা যোগ্য হিসেবেই এখানে আসছে। আমি বিশ্বাস করি তারা ভালো পারফর্ম করবে।

Leave a comment