আবু তাঈম সিজান নিজস্ব প্রতিবেদক।
শেখ হাসিনাসহ সব বাংলাদেশিকে তাড়ানোর দাবি ভারতের এমপির
রোহিঙ্গা ইস্যুতে আসিয়ানের সহায়তা চেয়েছে বাংলাদেশ
Man arrested for charging Tk5 to people for crossing highway divider with ladders
বাউফলের ধূলিয়া এলাকার তেঁতুলিয়া নদীতে আজ শনিবার (১৫ মার্চ) ভোর রাতে তরমুজবোঝাই একটি ট্রলারে ডাকাতি হয়েছে।
৭-৮জনের সশস্ত্র ডাকাত বাহিনী একটি দ্রুতগামী ট্রলার নিয়ে তেঁতুলিয়া নদীর তালতলা মোহনা থেকে তরমুজবোঝাই একটি ট্রলারকে ধাওয়া করে। ওই ট্রলারে ১০ হাজার পিস তরমুজ ছিল।
একপর্যায়ে ডাকাতরা তেঁতুলিয়া নদীর ধুলিয়া লঞ্চঘাট এলাকায় গিয়ে তরমুজবোঝাই ট্রলারটির নিয়ন্ত্রণ নেয়।
তখন ডাকাতরা ওই ট্রলারে থাকা চালকসহ ৮ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এসময় আহত এক ব্যক্তি ডাকাতদের মধ্যে একজনকে ঝাপটে ধরে নদীতে ঝাঁপ দিলে অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়।
হামলার শিকার আহতরা চিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে এবং পুলিশকে খবর দেয়।
এর আগেই স্থানীয়রা আটককৃত ওই ডাকাতকে গণপিটুনি দিলে তিনি অজ্ঞান হয়ে পরায় তার নাম জানা যায়নি।
ডাকাতের হামলায় আহতরা হলেন সহিদুল মাতব্বর,ফিরোজ মাতব্বর, বারেক মাতব্বর, ফরহাত হোসেন, হাবু পেশকার,ফয়সাল, মেহেদি ও সেলিম।
এদের মধ্যে গুরুতর আহত সহিদুল মাতব্বর, মেহেদি হাসান ও সেলিম মাঝিকে শনিবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আহত ডাকাত সদস্যকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বাউফল থানার ওসি মোঃ কামাল হোসেন জানান, ভোর রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতের ১ সদস্য পুলিশের জিম্মায় চিকিৎসাধীন রয়েছে। তরমুজ বোঝাই ট্রলারটি আইনী প্রক্রিয়া শেষ করে দ্রুত ছাড়া হবে।