মনিরুজ্জামান মনির শেরপুর জেলা প্রতিনিধি:
হাসপাতাল ছেড়ে আজ ছেলের বাসায় যাবেন খালেদা জিয়া
রাজধানীতে একক কোম্পানির মাধ্যমে ফের চালু হচ্ছে নগর পরিবহন: ডিটিসিএ
Train Ticket Black Mkt: Nine including four employees of Shohoz held
শেরপুরের নকলা উপজেলায় সেভেন স্টার ও চমক ব্রিকস নামের অবৈধ ২টি ইটভাটা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। রবিবার (১৬ মার্চ) সকালে ইটভাটাগুলো বন্ধসহ গুড়িয়ে দেওয়ার নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার।
জানা যায়, নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের সেভেন স্টার ও টালকি ইউনিয়নের চমক ব্রিকস নামের অবৈধ ২টি ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়াই ইট নির্মান ও পোড়ানো কাজ করে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযানকালে ইট প্রস্তুতের চিমনি ধ্বংস এবং কাচা ইট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ ও বিদ্যুৎ অফিসসহ অন্যান্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র বলেন, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভাটার চিমনি গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ভাটাগুলোর সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।