Dhaka, শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫

বাঙ্গালহালিয়া ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ গরীব  পরিবারকে বিনামূল্যে চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৫, ০২:২৪ এএম
বাঙ্গালহালিয়া ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ গরীব  পরিবারকে বিনামূল্যে চাল বিতরণ

 

চাইথোয়াইমং মারমা রাঙ্গামাটি ( রাজস্থলী)  রির্পোটার প্রতিবেদক : রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ উদ্যোগে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দুষ্ট গরিব পরিবারকে বিনামূল্য চাল বিতরণ করা হয়। সকাল নয়টায় ইউনিয়ন পরিষদ ভবন হল কক্ষে দুস্থ গরিব দেরকে চাল  বিতরণ এ সময় উপস্থিত ছিলেন ৩ নং বাঙ্গাহালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আদোমং মারমা ও ইউনাইটেড ন্যাচার ইন্টারন্যাশনাল পিচ সংগঠন  ভলান্টিয়ার প্রতিনিধি ও সাংবাদিক চাইথোয়াইমং মারমা  উপজেলা রাজস্থলী কূষি অফিস প্রতিনিধি  উপ- কৃষি কর্মকর্তা পুলু মারমা রাজস্থলী উপজেলা পি আই ও অফিস প্রতিনিধ মোহাম্মদ গোফরান উদ্দিন সহ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি সদস্য - সদস্যা সহ স্থানীয় বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান আদোমং মারমা জানান, এবারে সামনে ঈদুল ফিতর ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ  গরিব পরিবারদেরকে বিনামূল্যে ১০ কেজি চাল বিনামূল্যে   বিতরণ করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় হতে ঈদের ঈদুল ফিতর উপলক্ষে ৩ নং বা ঙ্গালহালিয়া  ইউনিয়ন পরিষদকে এলাকার স্থানীয় দুস্থ গরিব জন্য মোট ১৩ মেট্রিক টন চাল বরাদ্দ প্রদান করা হয়েছে। আজকের দিন ব্যাপী ৯ ওয়ার্ডের সংশ্লিষ্ট ইউপির সদস্য সদস্য উপস্থিত থেকে উপজেলা প্রশাসন নির্দেশ অনুযায়ী ও সরকারি নিয়ম মোতাবেক এইসব চাল দুস্থ গরিব পরিবারকে বিনামূল্যে প্রদান করা হয়েছে বলে গণমাধ্যম কে জানিয়েছেন। পরিশেষ ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিচ পক্ষ হতে কার্যক্রম কে ভলেন্টিয়ার হিসাবে স্বেচ্ছায়  সার্ভিস সহযোগিতা প্রদান করি।
 

Leave a comment