অতি দ্রুত জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আমরা সরকারকে বলতে চাই, আর টালবাহান নয়- অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেন। তাহলে আপনারাও সম্মানের সাথে ক্ষমতা হস্তান্তর করতে পারবেন। জনগণও এ দেশে ষড়যন্ত্র থেকে রক্ষা পাবে।’
মঙ্গলবার (১৮ মার্চ) রাজধানীতে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
নওগাঁয় পেট্রোল পাম্প ধর্মঘট ভোগান্তিতে যানবাহন।
ক্ষমতার লোভ পেয়ে বসলে জনতার কাতারে আসুন: মির্জা ফখরুল
ফুলছড়িতে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৭৫ বছরের বৃদ্ধ আটক
খন্দকার মোশাররফ বলেন, ‘এই সরকার ক্ষমতায় এসে জনগণকে আশ্বস্ত করলো যে, তারা অতি দ্রুত জনগণকে তাদের অধিকার ফিরিযে দেবে। আমরা মনে করি, জনগণের অধিকার হলো— ভোটের অধিকার। আর এই ভোটের অধিকার থেকে জনগণ গত ১৬ বছর ধরে বঞ্চিত আছে। এই ভোট তারা স্বাধীনভাবে এ দেশে প্রেয়োগ করতে পারলে সংসদ প্রতিষ্ঠা করতে পারবে, সরকার প্রতিষ্ঠা করতে পারবে।
তিনি বলেন, নানা অছিলায় নির্বাচন বিলম্ব করার চেষ্টা করা হচ্ছে। যারা প্রতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার তারাতো পালিয়ে গেছে, পদত্যাগ করেছে। তাদের অনেকে কিন্তু দেশেও বিভিন্ন জায়গায় পালিয়ে আছে এবং নানাভাবে ষড়যন্ত্র করছে। সে জন্য এই সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে বলছি, অতি দ্রুত জাতীয় নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করে আপনারা নির্বাচন ঘোষণা করেন। জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। আর জনগণ নির্বাচনমুখী হলে এ দেশে কেউ ষড়যন্ত্র করে কিছু করতে পারবে না। জনগণই নির্বাচনমুখী হয়ে সেই ষড়যন্ত্র মোকাবিলা করবে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যখনই জনগণ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই তারা সরকার পতন ঘটিয়েছে। যেমন ১৯৯১ সালে ভোট দিয়ে তারা বিএনপিকে ক্ষমতায় এনেছে। ১৯৯৬ সালে সরকারের পরিবর্তন হয়েছে, ২০০১ সালেও নতুন সরকার এসেছে। সুতরাং দেখা যাচ্ছে জনগণ সুযোগ পেলে ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারে। আবার যারা ভোট দেওয়ার কাজে বাধা দিতে চাই, এ দেশের ছাত্র-জনতা সংগ্রামের মাধ্যমে তাদের উৎখাত করেছে।