Dhaka, বুধবার, মার্চ ১৯, ২০২৫

আসিফ-মাহফুজের পদত্যাগ চায় গণঅধিকার পরিষদ

সিয়াম ইসলাম

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৫, ০৫:৪৪ এএম
Bangla Today News

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছে গণঅধিকার পরিষদ। পদত্যাগের জন্য সময়ও বেঁধে দিয়েছে দলটি। আগামী ১৫ দিনের মধ্যে এ দুই ‘ছাত্র-উপদেষ্টা’ পদত্যাগ না করলে গণঅভ্যুত্থানের সকল শক্তিকে নিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে তারা। 

আজ মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি তোলা হয়। 

সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সম্প্রতি ওয়াসা নিয়োগ নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেই নিয়োগ বাতিল করতে হবে। সরকারের বিভিন্ন দপ্তরে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা নিয়োগ পেয়েছেন, তাদের নিয়োগ বাতিল করতে হবে।

দাবি আদায়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি দেয় দলটি।

দলের সহ-সভাপতি ফারুক হাসান বলেছেন, শিক্ষার্থীদের দল গঠনের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূসের সরকার নিরপেক্ষতা হারিয়েছে। ফলে ছাত্রদের মধ্যে থেকে যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন তাদের পদত্যাগ করতে হবে।

Leave a comment