Dhaka, শনিবার, এপ্রিল ৫, ২০২৫

ক্রিকেটার ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, ১৫ বাংলাদেশি আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৫, ১০:২৪ এএম
Bangla Today News

ক্রিকেটারের ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশর পর ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাদের আটক করা হয়। আটক বাংলাদেশিদের নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৮ মার্চ) দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার (একেপিএস) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

 

বিবৃতিতে বলা হয়, ১৫ জনের এই দলটি একটি টুর্নামেন্টের আয়োজনপত্র উপস্থাপন করেছে যা দেশটির পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের সমর্থন পেয়েছে বলে দাবি করা হয়েছিল। কিন্তু পর্যালোচনার পর দেখা গেছে নথিটি জাল এবং এমনকি আগামী ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত কোনো ক্রিকেট টুর্নামেন্ট হওয়ার সূচি নেই সেখানে।

একেপিএস আরও জানিয়েছে, কাজের উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের জন্য ক্রীড়া ভিসার অপব্যবহারের চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এরই মধ্যে সংস্থাটি অভিবাসন বিভাগকে গোষ্ঠীটির জন্য ‘নট টু ল্যান্ড’ (এনটিএল) নোটিশ জারি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান একেপিএস।

Leave a comment