রাজধানীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের মামালায় জাহিদুল ইসলাম নামে এক গৃহশিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়শ্রী সমদ্দার এ রায় দেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি দোষী সাব্যস্ত গৃহশিক্ষককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এই অর্থ অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে আবারও তাকে কারাগারে পাঠানো হয়।
জাতীয় Read more from
Ban on organizing Ramadan events in DU
ফুলছড়িতে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৭৫ বছরের বৃদ্ধ আটক
গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে খুবিতে মানববন্ধন
জানা যায়, ২০২১ সালে রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকার বাসাবাড়ির নিরাপত্তা কর্মী সাইফুল ইসলামের ৭ বছরের মেয়েকে আরবি পড়তে গিয়ে ওয়াশরুমের দরজা আটকে ধর্ষণ করেন ওই গৃহ শিক্ষক। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলায় দায়ের করা হয়।
রায় শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাজ্জাদ হোসেন বলেন, ভুক্তভোগীর পরিবার ন্যায়বিচার পেয়েছেন। ধর্ষকের কোনো ছাড় নেই। সব ধর্ষকের আরও কঠিন সাজা হওয়া উচিত, যেন কেউ আর ধর্ষণ করার সাহসও না পায়।