ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী
রাজধানীতে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ২১১
৫ আগস্টের লুট হওয়া অস্ত্র বিক্রি: পুলিশ কনস্টেবলসহ ৬ জন গ্রেফতার
হাসনাতের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি: নাসিরউদ্দিন পাটোয়ারী
শাশুড়ীকে ধারালো দা ও গলা টিপে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী শাকিল আহমেদ অরফে তছিকুল (২৩) কে আটক করেছে র্যাব-৫। গত ২৭ এপ্রিল ২৪ তারিখ সকাল ৮টার সময় শাশুড়ীর মাথায় আঘাত করে এবং গলা টিপে হত্যা করে পুকুরে ফেলে দিয়ে সে দ্রুত পালিয়ে যায়। হত্যাকান্ডের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে নিজেকে আত্মগোপনে ছিল। এই ঘটনাটি কেন্দ্র করে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আটকৃকত ব্যাক্তি বাঘা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সাহাদত আহাদত আলীর ছেলে। হত্যারপর নিহত ভিকটিমের মেয়ে বাদী হয়ে বাঘা থানায় হত্যা মামলা দায়ের করেন। এই নারকীয় হত্যাকান্ডের সঠিক তথ্য উদঘাটন ও হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামীকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামীকে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। তথ্যের ভিত্তিতে । বৃহস্পতিবার ২০ মার্চ গভিররাতে রাজশাহীর বাঘা থানাধীন বাউসা হেদাতিপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে আসামীকে আটক করা হয়।
হত্যা মামলার আসামী আটকের সত্যতা নিশ্চিত করে বাঘা থানা অফিসার ইন-চার্জ আসাদুজ্জমান বলেন, র্যাব-৫ কর্তৃক একজন হত্যা মামলার আসামীকে আটক করে থানায় দিয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে থানা পুলিশ আইনগত ব্যবস্থা নিয়েছে। পরে জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।