আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ৭১ জন গ্রেপ্তার
১০টা ফেরাউন একত্রিত করলেও হাসিনার সমান হবে না: হাসনাত
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধ কল্পে রোড় শোঃ লিফলেট বিতরণ ও ষ্টিকার সংযোজন।
আসিফ মাহমুদ লিখেছেন, নির্বাচন পিছিয়ে যাবে, অনিশ্চয়তা তৈরি হবে এসব শঙ্কার কথা বলে কেউ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল ধরাতে আসবেন না।
তিনি আরও লিখেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্টভাবে বারবার বলছেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে।
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা লিখেছেন, আমি নিশ্চয়তা দিতে চাই সরকার এই কথা রাখবে। সুতরাং নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তা নেই।
তিনি লিখেছেন, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ শুধু জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবেও ইউএন রিপোর্টের মাধ্যমে স্বীকৃত।
সবশেষে আসিফ লিখেছেন, জনতার ঐক্য জিন্দাবাদ।