আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই- প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া বক্তব্যের নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ শুক্রবার (২১ মার্চ) রাতে বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ নিন্দা জানান।
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ৭১ জন গ্রেপ্তার
১০টা ফেরাউন একত্রিত করলেও হাসিনার সমান হবে না: হাসনাত
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধ কল্পে রোড় শোঃ লিফলেট বিতরণ ও ষ্টিকার সংযোজন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাহিদ ইসলাম আওয়ামী লীগকে মাফিয়া ও ফ্যাসিস্ট আখ্যায়িত করে বলেন, মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরার যেকোনও প্রচেষ্টাকে প্রতিহত করতে হবে।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ এখন কোনও রাজনৈতিক দল নয়, তারা গণহত্যাকারী। এদেশে রাজনীতির কোনও অধিকার তাদের নেই। আওয়ামী লীগের দল মতাদর্শ ও মার্কার বিরুদ্ধে জনগণ ৩৬ জুলাই রায় জানিয়ে দিয়েছে।
সাবেক এই উপদেষ্টা বলেন, জাতিসংঘের প্রতিবেদনে স্বৈরাচার আওয়ামী লীগকে গণহত্যার জন্য দায়ী করেছে। অথচ তাদের বিচার এখনো হচ্ছে না। সারাদেশে ছাত্র-জনতাকে স্বৈরাচারদের বিচারের জন্য আবারো ঐক্যবদ্ধ হতে হবে।