রাজধানীর হাতিরঝিল এলাকা ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর ) উপপরিচালক শামীম আহমেদ।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় একটি ব্রান্ড নিউ গাড়িও জব্দ করা হয়েছে।
শনিবার ঢাকার রাজপথে সশরীরে বিক্ষোভ করবেন আজহারি
ড. ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে আজ ভাষণ দেবেন ড. ইউনূস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর ) উপপরিচালক শামীম আহমেদ চ্যানেল টুয়েন্টিফোরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ৩ জন পুরুষ ও একজন নারী রয়েছেন।
উপপরিচালক শামীম আহমেদ বলেন, এ বিষয়ে শনিবার (২১ মার্চ) দুপুর ১২টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।