Dhaka, বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫

এখনো টাকায় শেখ মুজিবের ফটো কেন: প্রশ্ন কর্নেল অলির

সিয়াম ইসলাম

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৫, ০৭:৩৭ পিএম
এখনো টাকায় শেখ মুজিবের ফটো কেন: প্রশ্ন কর্নেল অলির

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ অন্তর্বর্তী সরকারের ৮ মাস পার হওয়ার পরও টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকার বিষয়ে প্রশ্ন তুলেছেন। তিনি শেখ পরিবার ও আওয়ামী লীগের নেতাদের নামফলক অপসারণের দাবি জানান।

সোমবার (২৪ মার্চ) রাজধানীর মগবাজারে এলডিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্নেল অলি আহমদ বলেন, "শেখ পরিবার বা আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা বিগত ১৫ বছরে যেসব জায়গায় বিভিন্ন নামফলক স্থাপন করেছে, তা উঠানো হোক। দেশের কোনো জায়গায় তাদের নামফলক রাখার যৌক্তিকতা নেই। কারণ তারা গণহত্যাকারী ও দেশদ্রোহী।"

কর্নেল অলি আহমদ কিছু দাবি উত্থাপন করেন, সেগুলো হলো:

  • ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া।
  • সরকারি কর্মকর্তাদের গাড়ির অপব্যবহার রোধে প্রতিটি গাড়ির নেমপ্লেট লাল রং করা।
  • সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের গাড়ির হিসাব-নিকাশ নেওয়া এবং ডেটাবেইস তৈরি করা।
  • রাস্তার ওপর বসা হাটবাজার এবং ফুটপাতের দোকানপাট অপসারণ করা।

কর্নেল অলি আহমদ সরকারি কর্মকর্তাদের গাড়ির অনৈতিক ব্যবহার রোধ করার জন্য প্রতিটি গাড়ির নাম্বার প্লেট লাল রঙ করার প্রস্তাব রেখেছেন। এতে করে জনগণের করের টাকার অপব্যবহার কমে যাবে বলে তিনি মনে করেন। তার মতে, পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকার ফুটপাত এবং রাস্তার উপর যে সমস্ত দোকান গড়ে উঠেছে সেইগুলো দ্রুত বন্ধ করতে হবে এবং এর পেছনে যারা আছে তাদের গ্রেপ্তার করতে হবে।

Leave a comment