লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ অন্তর্বর্তী সরকারের ৮ মাস পার হওয়ার পরও টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকার বিষয়ে প্রশ্ন তুলেছেন। তিনি শেখ পরিবার ও আওয়ামী লীগের নেতাদের নামফলক অপসারণের দাবি জানান।
সোমবার (২৪ মার্চ) রাজধানীর মগবাজারে এলডিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্নেল অলি আহমদ বলেন, "শেখ পরিবার বা আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা বিগত ১৫ বছরে যেসব জায়গায় বিভিন্ন নামফলক স্থাপন করেছে, তা উঠানো হোক। দেশের কোনো জায়গায় তাদের নামফলক রাখার যৌক্তিকতা নেই। কারণ তারা গণহত্যাকারী ও দেশদ্রোহী।"
চট্টগ্রামে নিহত আইনজীবী জামায়াতের কর্মী, আমিরের বিবৃতি
The cost of using mobile and internet will increase in the coming budget
এইচএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
কর্নেল অলি আহমদ কিছু দাবি উত্থাপন করেন, সেগুলো হলো:
কর্নেল অলি আহমদ সরকারি কর্মকর্তাদের গাড়ির অনৈতিক ব্যবহার রোধ করার জন্য প্রতিটি গাড়ির নাম্বার প্লেট লাল রঙ করার প্রস্তাব রেখেছেন। এতে করে জনগণের করের টাকার অপব্যবহার কমে যাবে বলে তিনি মনে করেন। তার মতে, পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকার ফুটপাত এবং রাস্তার উপর যে সমস্ত দোকান গড়ে উঠেছে সেইগুলো দ্রুত বন্ধ করতে হবে এবং এর পেছনে যারা আছে তাদের গ্রেপ্তার করতে হবে।