Dhaka, শনিবার, এপ্রিল ৫, ২০২৫

সার্বভৌমত্ব-স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে সবসময় প্রস্তুত সেনাবাহিনী

সিয়াম ইসলাম

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৫, ১২:৩৪ পিএম
Bangla Today News

সেনাবাহিনী আমাদের দেশের গর্ব ও আস্থার প্রতীক, এই মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি জোর দিয়ে বলেন, আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে সেনাবাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় সেনাপ্রধান এই মন্তব্য করেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, "আজ ২৬শে মার্চ, আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই দিনটি আমাদের জাতীয় জীবনে অপরিসীম তাৎপর্য বহন করে। ১৯৭১ সালের এই দিনে, আমাদের দেশের মুক্তিকামী মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে মাতৃভূমিকে মুক্ত করার লক্ষ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।"

তিনি আরও বলেন, "নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি এবং বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্থান করে নেয়। এই কারণেই ২৬শে মার্চ আমাদের জাতীয় জীবনে গৌরব ও অনুপ্রেরণার উৎস হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।"

সেনাবাহিনীর সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সেনাপ্রধান বলেন, "স্বাধীনতা যুদ্ধেই নয়, স্বাধীনতা পরবর্তী সময়েও দেশের স্বার্থে দেশ এবং বিদেশে দায়িত্ব পালনকালে যারা জীবন উৎসর্গ করেছেন, আমি মহান আল্লাহর কাছে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি।"

সেনাপ্রধান আরও বলেন, "বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য আগামী দিনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও দেশের মানুষের সেবায় নিবেদিত থাকবে, এই বিশ্বাস আমার দৃঢ়।"

Leave a comment