গত ২৪ মার্চ বিকেলে ঢাকা লিগের ম্যাচ খেলার সময় তামিম হঠাৎই হার্ট অ্যাটাক করেন এবং অজ্ঞান হয়ে পড়েন। তাকে কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জরুরি চিকিৎসা শুরু করেন। সিপিআর এবং তিনটি ডিফিব্রিলেশন শকের পর, দ্রুত এনজিওগ্রাম করে তামিমের রক্তনালীতে ব্লক ধরা পড়ে, যার পরিমাণ শতভাগ ছিল। সেসময় তার আর্টারিতে রিং পরানো হয়, এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ফলে তামিমকে নতুন জীবন দেওয়া সম্ভব হয়।
10-storey building in Dhaka sold for Tk60,000!
What Mashrafe said criticizing the Bangladesh XI
হাসিনাসহ পলাতক আসামিদের দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে - চিফ প্রসিকিউটর
এদিকে, তামিমকে দেখতে গতকাল রাতেই হাসপাতালে যান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সময়ে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকও।