Dhaka, শনিবার, এপ্রিল ৫, ২০২৫

বিউটি শপের নামে ভয়ংকর প্রতারণায় কাশ্মীরি বিউটি বাই জিনিয়াথ'

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৫, ০৬:২৩ এএম
বিউটি শপের নামে ভয়ংকর প্রতারণায় কাশ্মীরি বিউটি বাই জিনিয়াথ'

বিএসটিআইয়ের (BSTI) অনুমোদন নিয়েও ভেজাল পণ্য বিক্রি করছে 'কাশ্মীরি বিউটি বাই জিনিয়াথ' নামের একটি প্রতিষ্ঠান। যেখানে খাঁটি ছাগলের দুধ ও কাশ্মীরী জাফরান দিয়ে তৈরি সাবান বিক্রির কথা থাকলেও, পরীক্ষায় মিলেছে কাপড় কাচার সাবানের চেয়েও নিম্নমানের উপাদান।

বিএসটিআইয়ের (BSTI) মহাপরিচালক জানান, অনুমোদনের আড়ালে এই ধরনের ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। বছরের পর বছর ধরে, 'কাশ্মীরি বিউটি বাই জিনিয়াথ' প্রতিষ্ঠানটি গ্রাহকদের সাথে প্রতারণা করে আসছে।

বিক্রি বাড়ানোর জন্য, প্রতিষ্ঠানটি জনপ্রিয় মডেল ও তারকাদের দিয়ে ফেসবুকে আকর্ষণীয় বিজ্ঞাপন তৈরি করে। 'স্যাফ্রন গোল্ড মিল্ক সোপ' ব্যবহার করলেই ত্বক ফর্সা হবে এবং একটি পণ্য কিনলেই আইফোন ১৬ জেতার সুযোগ, এমন লোভনীয় বিজ্ঞাপন দিয়ে ঈদ উপলক্ষে সাধারণ গ্রাহকদের আকৃষ্ট করেছে প্রতিষ্ঠানটি।

বিএসটিআইয়ের (BSTI) পরীক্ষায় দেখা গেছে, প্রতিষ্ঠানটি তাদের সাবানে ৭০% ফ্যাটি উপাদান থাকার দাবি করলেও, বাস্তবে মিলেছে মাত্র ২১.৩২%। যা কাপড় কাচার সাবানের চেয়েও নিম্নমানের। শুধু পণ্যের মান নয়, মোড়কীকরণেও প্রতারণার আশ্রয় নিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশেষজ্ঞরা বলছেন, এই সাবান নিয়মিত ব্যবহারে ত্বকের ক্যান্সারের ঝুঁকি রয়েছে।



 

Leave a comment