Dhaka, শনিবার, এপ্রিল ৫, ২০২৫

স্বস্তির অপর নাম সেনাবাহিনী, নির্বিঘ্নে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ

সিয়াম ইসলাম

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৫, ০৯:১৮ এএম
স্বস্তির অপর নাম সেনাবাহিনী, নির্বিঘ্নে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ

ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবারের সঙ্গে মিলিত হওয়ার জন্য মানুষ যখন বাড়ির পথে যাত্রা করছে, ঠিক সেই সময়ে মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় তৎপর সেনাবাহিনী। জনসাধারণের নির্বিঘ্ন যাত্রার ব্যবস্থা নিশ্চিত করছে। যানজট ও ভোগান্তি ছাড়াই মানুষ তাদের গন্তব্যে পৌঁছাতে পারছে।

বৃহস্পতিবার বিকেল নাগাদ, বেগমগঞ্জ চৌরাস্তা এবং ঢাকা-ফেনী-লক্ষ্মীপুর-নোয়াখালীসহ বিভিন্ন জেলা সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেনাসদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়। অতিরিক্ত গাড়ির চাপ, যেখানে সেখানে গাড়ি পার্কিং এবং সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে যৌথবাহিনীর অভিযান মহাসড়ককে যানজটমুক্ত রাখে।

ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের নিরাপদ ও ঝামেলামুক্ত যাত্রা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের নির্দেশে ৩৩ আর্টিলারি ব্রিগেডের অধীন ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সরাসরি রাস্তায় নেমে কাজ করছে।

শতাধিক সেনাসদস্য ও পুলিশ সদস্য মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা, অতিরিক্ত গাড়ির চাপ নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে নানা পদক্ষেপ নিচ্ছে। এছাড়া, যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাস মালিক ও চালকদের ফিটনেসবিহীন গাড়ি চালানো, অতিরিক্ত গতি, যত্রতত্র যাত্রী ওঠানামা, লেন পরিবর্তন ও ট্রাফিক আইন লঙ্ঘনের মতো কাজ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হচ্ছে।


 

Leave a comment