Dhaka, শনিবার, এপ্রিল ৫, ২০২৫

অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল পিকিং বিশ্ববিদ্যালয়

সিয়াম ইসলাম

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৫, ১২:৫৯ এএম
Bangla Today News

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস বেইজিংয়ের পিকিং বিশ্ববিদ্যালয় (পিকেইউ) থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

শনিবার সকালে পিকিং বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়।

অনুষ্ঠানে অধ্যাপক ড. ইউনূস একটি বক্তৃতাও দেন।

চার দিনের চীন সফর শেষে তিনি আজ সন্ধ্যায় দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

পিকিং বিশ্ববিদ্যালয় কাউন্সিলের চেয়ারম্যান হি গুয়াংচাইসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ড. ইউনূস তাঁর বক্তৃতায় বলেন, শিক্ষা প্রতিষ্ঠান শুধু শেখার জায়গা নয়, স্বপ্ন দেখারও জায়গা। মানুষের কল্পনা শক্তিই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। তিনি আরও বলেন, মানবজাতির ইতিহাস অসম্ভবকে সম্ভব করার ইতিহাস।




 

Leave a comment