জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ইউরোপের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন আগামী ৪ এপ্রিল। প্রায় দুই সপ্তাহের এই সফরে তার মূল গন্তব্য ব্রাসেলস, যেখানে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত। সফরটি শেষ হবে ১৫ এপ্রিল।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, জামায়াত আমিরের এই ইউরোপ সফরের মূল উদ্দেশ্য ইউরোপীয় ইউনিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও সাক্ষাৎ। ইউরোপীয় পার্লামেন্টের সাউথ এশিয়ান ককাসের সদস্যদের সঙ্গে বৈঠকের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সাউথ এশিয়া ডেস্কের কর্মকর্তাদের সঙ্গেও আলাদা আলোচনা হওয়ার কথা রয়েছে।
কিশোরীদেরকে জরায়ুমুখ ক্যান্সারের টিকা প্রদান রাজস্থলীতে
অঞ্জনার মৃত্যু নিয়ে প্রশ্ন, শরীরে একাধিক আঘাতের চিহ্ন
6 cows of Brahma breed were seized from Sadiq Agro
এই সফরে জামায়াত আমিরের সঙ্গী হবেন দলের নায়েবে আমির ড. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. মাহমুদুল হাসান। কূটনৈতিক সূত্র থেকে জানা যায়, এই তিনজনই ইতিমধ্যে ইউরোপ ভ্রমণের জন্য ঢাকাস্থ সুইডেন দূতাবাসে ভিসার আবেদন জমা দিয়েছেন।