সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টিতে আমনের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে লক্ষ্যমাত্রার চেয়ে কম ধান উৎপাদন হবে। তাই আমদানি করে দেশের বাজারে চালের সরবরাহ না বাড়ালে খাদ্য ঘাটতি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ অবস্থায় মজুদ বাড়ানোর পাশাপাশি দাম নিয়ন্ত্রণে রাখতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নিয়েছে সরকার।
চোখে স্ট্রোক: সাবধান না হলে হারাতে পারেন দৃষ্টিশক্তি
ত্বকের সমস্যার সেরা সমাধান এখন SkinCare.Com - এ
মেয়ে সুন্দরী হচ্ছে দেখে গো'পনে ডিএনএ টেস্ট করলেন বাবা!
প্রজ্ঞাপন জারির পর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
শুল্ক আইন, 2023 (2023 সালের আইন নং 57) এর ধারা 25 এর উপ-ধারা (1) দ্বারা প্রদত্ত ক্ষমতার ভিত্তিতে, জাতীয় রাজস্ব বোর্ডের সাথে পরামর্শ করে, জনস্বার্থে, সমস্ত শুল্ক শুল্ক এবং নিয়ন্ত্রক সেই আইনের প্রথম তফসিলের সিদ্ধ চাল এবং সিদ্ধ না করা চাল আমদানির উপর শুল্ক প্রযোজ্য। শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
তবে এই প্রজ্ঞাপনের অধীনে ভর্তুকিযুক্ত হারে চাল আমদানির আগে প্রতিটি চালানের জন্য খাদ্য মন্ত্রণালয় কর্তৃক মনোনীত যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তার কাছ থেকে লিখিত অনুমোদন নিতে হবে।
গত এক মাসে খুচরা বাজারে প্রতি কেজি চালের দাম বেড়েছে ৪ থেকে ৭ শতাংশ। দরিদ্রদের খাদ্য ব্যয়ের একটি বড় অংশ চলে যায় ভাতে। নতুন করে চালের দাম বাড়ায় সামাল দিতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।