Dhaka, শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

শিশুদের অপুষ্টি প্রতিরোধে নওগাঁয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন চালু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৫, ০৪:৫৭ এএম
Bangla Today News

 

মোঃ আলমগীর হোসেন নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার সকাল ১০ টায় নওগাঁ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ উপলক্ষে এক আলোচনা হয়।এতে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল।আয়োজন করে- নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা। এসময় নওগাঁ সিভিল সার্জন ডা: মো: আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ সহ অন্যরা। আলোচনায় শিশুদের ভিটামিন 'এ' প্লাস খাওয়ানোর গুরুত্ব তুলে ধরা হয়।পরে প্রধান অতিথি জেলা প্রশাসক শিশুদের ভিটামিন 'এ' প্লাস খাওয়ানোর ক্যাম্পেইনের উদ্বোধন করেন।


আয়োজকরা জানান- জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভায় ২ হাজার ৪৪১ টি টিকা কেন্দ্রে একযোগে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনে মোট ৩ লাখ ৫৭ হাজার ৫৮৭ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ লক্ষ্যে স্বাস্থ্যপরিদর্শক ১৭ জন, সহকারি স্বাস্থ্যপরিদর্শক ৮১ জন, স্বাস্থ্য সহকারি ১৯৪ জন, এফডব্লিউএ ৩৭১ জন, এফপিআই ৯৪ জন, সিএইচসিপি ২৯৩ জন এবং ৪ হাজার ৮৮২ জন স্বেচ্ছাসেবী কাজ করছে। যেখানে ৬-১১ মাস বয়সি ৩৪ হাজার ৮০৬ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সি ৩ লাখ ২২ হাজার ৮৭১ জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।

Leave a comment