আগামী ৯ এপ্রিল থেকে বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে। এর মাধ্যমে বাংলাদেশে উচ্চগতি ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবার নতুন অধ্যায় শুরু হবে। তবে আনুষ্ঠানিক পরীক্ষার আগেই ঢাকার একটি হোটেলে স্টারলিংক ইন্টারনেটের গতি পরীক্ষা করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম পরীক্ষার ফলাফল শেয়ার করে লিখেছেন, "আজ ঢাকার একটি হোটেলে স্টারলিংক ইন্টারনেটের গতি।"
শফিকুল আলমের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক গতি পরীক্ষার ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, সেখানে ডাউনলোডের গতি ছিল ২৩০ এমবিপিএস এবং আপলোডের গতি ২০ এমবিপিএস। এই পরীক্ষায় ইন্টারনেটের ল্যাটেন্সি ছিল ৫০-৫৩এমএস (মিলিসেকেন্ড)। গতি পরীক্ষার সময় স্টারলিংকের সার্ভার ছিল সিঙ্গাপুর ও হংকংয়ে এবং ক্লায়েন্ট লোকেশন দেখানো হয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর।
পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ
টুইটারের আইকনিক পাখির লোগোর দাম উঠল ৩৪ হাজার ডলার
ইউটিউব শর্টস ক্রিয়েটরদের জন্য সুখবর
স্পেসএক্সের মালিকানাধীন স্টারলিংক লো-আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট ব্যবহার করে ইন্টারনেট সেবা প্রদান করে। এটি বিশেষ করে দুর্গম ও গ্রামীণ অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের মতো দেশে যেখানে এখনও অনেক প্রত্যন্ত এলাকায় ফাইবার অপটিক বা ব্রডব্যান্ড সংযোগ পৌঁছায়নি, সেখানে স্টারলিংক একটি সম্ভাবনাময় সমাধান হতে পারে।
এর আগে, গত ২৩ মার্চ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক সংবাদ সম্মেলনে বলেন, বিনিয়োগের জন্য যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে স্টারলিংকের ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে চালু হবে। আর ৯০ দিন পর এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
তিনি জানান, ৭ এপ্রিল থেকে ঢাকায় চার দিনের বিনিয়োগ সম্মেলন শুরু হবে। তবে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ৯ এপ্রিল। সকালে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। সেদিনই স্টারলিংকের ব্যবহার শুরু হবে। এই ইন্টারনেট সেবা ব্যবহার করে ৯ তারিখ থেকে সম্মেলনের সবগুলো ইভেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। সম্মেলনে ৫০টিরও বেশি দেশ থেকে ৫৫০ জন প্রতিনিধি অংশ নেবেন। বাংলাদেশ থেকে ২ হাজার প্রতিনিধি থাকবেন।
তিনি আরও বলেন, বিদেশিদের কাছে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ তুলে ধরার মাধ্যমে বিনিয়োগ বাড়ানো এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।
এর আগে, ১৩ ফেব্রুয়ারি ইলন মাস্কের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা স্টারলিংক চালু করার আহ্বান জানিয়েছিলেন। পরে তিনি ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।