তুরস্কে অনুষ্ঠিত হেফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে দেশে ফিরেছেন হাফেজ মুয়াজ মাহমুদ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক ও আলেমগণ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকায় আসেন হাফেজ মুয়াজ মাহমুদ।
বিমানবন্দর থেকে বের হওয়ার পর আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার বিজয়ী হাফেজকে একটি খোলা টপ বাসে স্বাগত জানানো হয়। বাসটি তাকে মিরপুরের মারকাজু ফাযিল কোরআনে নিয়ে যায়।
বান্দার যে আমলে আল্লাহ বেশি খুশি হন
কারাগারে হাফেজ হলেন ১৩ হাজার বন্দি
হজ প্যাকেজ ঘোষণা, কোনটিতে কত খরচ পড়ছে
এ সময় হাফেজ মুয়াজ মাহমুদ তার অনুভূতি ব্যক্ত করেন। তিনি তার পুরষ্কারটি তার পিতামাতাকে উত্সর্গ করেছিলেন।
এর আগে গত বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় বাদ জোহরে মুয়াজ মাহমুদ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কাছ থেকে সম্মানসূচক ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন।
হাফেজ মুয়াজ মাহমুদ রাজধানীর মিরপুর-১ এর মারকাজু ফাযিল কুরআন আল ইসলামী বই বিভাগের ছাত্র।
এর আগে ২১ আগস্ট সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাদশাহ আবদুল আজিজ।
প্রসঙ্গত, গত ২৮ মার্চ ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে তুরস্কে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সে সময় দেশের শতাধিক মেধাবী হাফেজের মধ্যে প্রথম স্থান অধিকার করে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হন হাফেজ মুয়াজ মাহমুদ।