আল্লাহ তায়ালা মানুষকে যত নেয়ামত দিয়েছেন, এর মধ্যে ঘুম অন্যতম। মানুষ সারাদিন কাজ করে, আর রাতে ঘুমিয়ে কাজের ক্লান্তি দূর করে। এতে পরের দিনের জন্য শরীরে নতুন উদ্যমতা সৃষ্টি হয়। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন, ‘আমি রাতকে করেছি ক্লান্তি দূরকারী।’ (সূরা নাবা, আয়াত : ৯)
অনেক সময় রাতে আমাদের ঘুম আসে না। বিভিন্নভাবে চেষ্টা করেও আমরা ঘুমাতে পারি না। ঘুমহীন রাত আমাদের জন্য খুবই কষ্টের কারণ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্যার সমাধান দিয়েছেন।
হজরত আয়েশা রা: বলেন, ‘নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুম না এলে এই দোয়া পড়তেন, ‘লা-ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহহার, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বায়নাহুমাল আজিজুল গাফফার।’
The timing of the main Eid congregation at the National Eidgah has been announced
বিশ্বনবীর আগমনে বদলে যায় মানবসভ্যতা
In the last 10 days of fasting, you will do more deeds
অর্থ : আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। যিনি একক ও প্রবল ক্ষমতার অধিকারী, আকাশ ও পৃথিবী এবং মাঝের সবকিছুর প্রতিপালক। যিনি পরাক্রমশালী এবং ক্ষমাশীল।