সরকার উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে মুরগির ডিমের নতুন মূল্য নির্ধারণ করেছে। আগামীকাল বুধবার থেকে সারাদেশে নতুন দর কার্যকর হবে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ডিম উৎপাদনকারী ও সরবরাহকারীদের সঙ্গে বৈঠক শেষে ভোক্তা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান এ তথ্য জানান।
1650 MT onion to reach Bangladesh from India tonight: State minister
শেয়ারবাজারে এক সপ্তাহে হাওয়া ১৩ হাজার কোটি টাকা
Power generation companies owe Tk 33,109 crore to PDB
তিনি বলেন, বুধবার থেকে উৎপাদক পর্যায়ে ১০ টাকা ৯১ পয়সা, পাইকারি ১১ টাকা ১ পয়সা। খুচরা মূল্যে ডিম বিক্রির সিদ্ধান্ত হয়েছে ১১ টাকা ৮৭ পয়সা। ভোক্তা পর্যায়ে প্রতি ডজন কিনতে খরচ করতে হয় ১৪২ টাকা ৪৪ পয়সা।
সাম্প্রতিক বন্যায় দেশের ১১টি জেলাসহ বেশ কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। ট্যারিফ কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে আলু ও পেঁয়াজের ওপর বিদ্যমান শুল্ক কমানো হয়েছে। এ সময় ডিমের ওপর শুল্ক প্রত্যাহারেরও সুপারিশ করা হয়। বর্তমানে ডিম আমদানিতে ৩৩ শতাংশ শুল্ক প্রদেয়। অন্যদিকে সাম্প্রতিক বন্যায় পোল্ট্রি শিল্পের ক্ষতির কারণে ডিমের দাম বেড়েছে প্রতি ডজন ১৮০ থেকে ১৮৫ টাকা। ট্যারিফ কমিশন তাই ডিমের বাজার নিয়ন্ত্রণে শুল্ক প্রত্যাহারের সুপারিশ করে।
মঙ্গলবার (৮ অক্টোবর) প্রতিষ্ঠানটির বাণিজ্য নীতি বিভাগের এক চিঠিতে এনবিআরকে এ অনুরোধ জানানো হয়।