গেল ঈদে শাকিব খান ও রায়হান রাফি জুটি হয়ে দর্শকদের উপহার দিয়েছেন 'তুফান', যা রীতিমতো তাণ্ডব ছড়িয়েছে দেশ ও দেশের বাইরে। এরপর সিনেমাটির সিক্যুয়াল আসার কথা থাকলেও আপাতত সেটি বিরত রয়েছে। এরমধ্যে নতুন খবর হলো, শাকিব খান ও রায়হান রাফী জুটি হয়ে আবারও আসছেন পর্দায়। নির্মাণ হতে যাচ্ছে তাদের সিনেমা, যেটির নাম 'তাণ্ডব'। গতকাল শনিবার(৩০ নভেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধিত হয়েছে বলে নিশ্চিত করেছেন এফডিসি পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন।
অভিনেত্রী প্রজ্ঞার ব্যক্তিগত ভিডিও ফাঁস
হঠাৎ কেন আলোচনায় ‘কমলার বনবাস’ সিনেমা!
সৌদি আরব যেভাবে হচ্ছে ‘পাপের রাজধানী’
তিনি বলেন, গতকাল শনিবার নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে, যেটির নাম 'তাণ্ডব'। এটির পরিচালক রায়হান রাফী। তবে এই বিষয়ে রায়হান রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু জানাতে রাজি হননি। জানা গেছে, ফুল ফ্লেজড অ্যাকশনধর্মী সিনেমা হবে 'তাণ্ডব'। এটি প্রযোজনা করছে এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। চলতি সপ্তাহে সিনেমাটির ঘোষণা আসার কথা রয়েছে বলে ঘনিষ্ট সূত্রে জানা গেছে। সিনেমাটি আসছে ঈদুল আজহায় অর্থাৎ কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।