চাইথোয়াইমং মারমা নিজস্ব প্রতিবেদক:
শ্রীমদ্ভগবদগীতা বিশ্বমানবতার শিক্ষা দেয়।
পিয়ার ব্যক্তিগত সহকারী হতে ১৫ মিনিটে আবেদন করলেন ১০০ জন
সাইফের শরীর থেকে বের করা হয়েছে ২-৩ ইঞ্চির ছুরির অংশ, আটক ৩
তাহসানের ভাইরাল হওয়া ভিডিও, সত্যতা জানা গেল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি শ্রী দীপক কুমার পালিত বলেছেন, নিখিল বিশ্বের অধিপতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বীরভক্ত অর্জুনকে গীতাজ্ঞানের মাধ্যমে ন্যায়-অন্যায়ের পার্থক্য বুঝিয়েছিলেন। মানুষের অন্তরে সুর ও অসুরের যে লড়াই বহমান, গীতাজ্ঞান আমাদেরকে সঠিক পথের দিশা দেয়। সত্য, ন্যায় ও বিশ্বমানবতার শিক্ষা দেয়। রাউজান পশ্চিম চিকদাইর মধ্যম সত্তা যুবক সংঘের উদ্যোগে সর্বজনীন গীতা ও দুর্গা মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী ও পরমহংসদেব শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৬তম জন্মতিথি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন ১৯ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার ধর্মীয় আলোচনা সভা, ধর্মীয় নৃত্য ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এই একথাগুলো বলেন।
সপ্তমতম উৎসব উদযাপন পরিষদ ২০২৫ এর সভাপতি উজ্জ্বল দেবের সভাপতিত্বে এবং রাহুল দেব ও চৈতী চৌধুরী শান্তার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুভারম্ভে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন শ্রীমৎ অরুণানন্দ গিরি মহারাজ। প্রধান ধর্মীয় আলোচক ছিলেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ও সমাজঅনুভাবক এবং বোয়ালখালী মেধস মুনি আশ্রমের সভাপতি অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক লায়ন রিমন মুহুরী, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল কুমার দে, রাউজান উপজেলা শাখার আহবায়ক অরুণ পালিত বাসু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-পটিয়া উপজেলা শাখার সহ-সভাপতি দিলীপ ঘোষ দিপু মেম্বার, আন্তর্জাতিক বিশ্বতান'র প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহা ও সংগঠক টুটন চৌধুরী। শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রসেনজিৎ দেব, মিটন দে ও প্রনব দে।
সভায় প্রধান ধর্মীয় আলোচক অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী আলাচনাকালে বলেন, কর্ম, জ্ঞান ও ভক্তির ত্রিবেণী তীর্থ হলো শ্রীমদ্ভগবদগীতা। গীতার জ্ঞান আসুরিকতা পরিমুক্ত করে মানবতাকে দেবত্বে উন্নীত করে। তিনি নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার আলো পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান জানান।
সর্বশেষে মঞ্চে উপবিষ্ট অতিথিগণ বাণী অর্চ্চনায় আয়োজিত ধর্মীয় নৃত্য ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং বিজয়ীদের মাঝে পুরস্কার ও প্রশংসা সনদ প্রদান করা হয়েছে ।