কানপুর টেস্টের প্রায় আড়াই দিন বৃষ্টিতে ভেসে গেছে। তাই অনেকেই ভেবেছিলেন টেস্ট ড্র হবে। তবে এক সেশন আগে এমন ম্যাচে হেরেছে বাংলাদেশ। ভারতের কাছে ৭ উইকেটে হেরে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। প্রথম টেস্টে ২৮০ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।
মুমিনুল হকের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে 233 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ভারত আক্রমণাত্মক ব্যাটিং করে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে। ৫২ রানের লিড রোহিত শর্মার দলকে। ব্যাটসম্যানদের ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
Coca-Cola is changing its business model to survive the boycott
SHEIKH HASINA CONGRATULATES DONALD TRUMP
Trump wins battleground states, concerns rise for Harris
ভারতের সামনে লক্ষ্য ৯৫ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ভারত। দলের ১৮ রানে ৭ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন রোহিত শর্মা।
তার বিদায়ের পর ক্রিজে আসেন শিবমান গিল। কিন্তু তিনি সুবিধা করতে পারেননি। দলের ৩৪ রানে ১০ বলে ৬ রান করে আউট হন গিল। যদিও একপ্রান্তে বিরাট কোহলির সঙ্গে ব্যাট করতে থাকেন যশস্বী জয়সওয়াল।
এই দুই ব্যাটসম্যানের ব্যাটে জয়ের দিকে এগিয়ে যেতে থাকে ভারত। জয়সওয়াল ৪৩ বলে তার ফিফটি তুলে নেন। এরপর দলীয় ৯২ রানে ৪৫ বলে ৫১ রান করে আউট হন তিনি।
এরপর ক্রিজে আসা রিজভ পান্তের সঙ্গে ১৭ ওভারে ২ বল করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন কোহলি। ৩৭ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন তিনি। মিরাজ হাসান মিরাজ ২টি ও তাইজুল ইসলাম ১টি উইকেট নেন।