অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা নজিরবিহীন রেকর্ড গড়েছে। গত সেপ্টেম্বর মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল মাত্র ০.৫ শতাংশ; ফলে ওই মাস থেকেই শ্রীলঙ্কায় সব ধরনের পণ্যের দাম কমতে শুরু করে এবং সেই ধারা এখনও অব্যাহত রয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি প্রতিবেদনে দেখা গেছে, সেপ্টেম্বরে মূল্যস্ফীতি সূচক ঋণাত্মক শূন্য দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। আদমশুমারি ও পরিসংখ্যান অধিদফতরের এক প্রতিবেদনে দেখা গেছে যে সেপ্টেম্বরে মূল্য সংকোচনের কারণে খাদ্য ও অখাদ্য ব্যয় কমেছে।
Situation in Gaza is hellish, borders must be opened quickly: German Foreign Minister
যুক্তরাষ্ট্রের নথি চুরি করেছে চীন
পাকিস্তানি তারকা ফিশান-হিবা-হানিয়ারা এত জনপ্রিয় কেন
দুই বছর আগে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি ছিল ৬৯.৮ শতাংশে। শেষবার মুদ্রাস্ফীতির এমন নেতিবাচক হার দেখা গিয়েছিল 1995 সালে। শ্রীলঙ্কায় মুদ্রাস্ফীতির হার সে বছর 0.9 শতাংশে নেমে আসে। তার আগে, 1985 সালে এই হার 2.1 শতাংশে নেমে এসেছিল। এই হিসাবে, 1948 সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পর থেকে শ্রীলঙ্কার 76 বছরের ইতিহাসে মূল্যস্ফীতির বর্তমান হার অবশ্যই প্রথমবার।