Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

নর্থসাউথের বিবিএ থেকে গুগলে; এরপর টিকটকের সিনিয়র ম্যানেজার রাফসান

Mohin Talukder

Mohin Talukder

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৪, ০১:২৪ এএম
Bangla Today News

দেশের সেরা প্রাইভেট ইউনিভার্সিটি নর্থসাউথ থেকে আন্তর্জাতিক ব্যবসা বিষয়ে ব্যাচেলরস শেষ করে রাফসান পাড়ি জমান আমেরিকায়। সেখান থেকে মাস্টার্স শেষ করে শুরু করেন চাকুরি জীবন।

এয়ার বি এন্ড বি, এ টি অ্যান্ড টি এর মতো কোম্পানি তে চাকুরি শেষে গুগলেও প্রোগ্রাম ম্যানেজার হিসেবে ছিলেন। তারপর গতবছরের শেষদিকে যোগ দিয়েছেন টিকটকে, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার হিসেবে। বর্তমানে সেখানেই কর্মরত আছেন তিনি।

জীবন নিয়ে সদা হাস্য এই মানুষটি বিশ্বাস করেন চেষ্টা ও ইচ্ছার মিশেল থাকলে পছন্দের যেকোন বিষয় নিয়েই জীবনে ভালো কিছু করা সম্ভব। সেটা হোক বিবিএ, কিংবা ইঞ্জিনিয়ারিং বা অন্য কোন বিষয়। সব কিছুরই নিজ নিজ সেক্টরে অজস্র সুযোগ রয়েছে।

রাফসান বলেন পাবলিক-প্রাইভেট ভার্সিটি আসলে তফাত তৈরির মতো কোন কিছু নয়। যেকোন প্রতিষ্ঠান থেকেই জীবনে ভালো করা সম্ভব যদি চেষ্টা জারি থাকে।

Leave a comment