সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার (৪ অক্টোবর) দুপুর ২টার দিকে তাকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
এ সময় তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকার প্রধান। মুহাম্মদ ইউনূস। এরপর তাকে গার্ড অব অনার দেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
Earthquake in Taiwan: 7 bodies have been recovered so far
Returning to form, Starc opened his mouth about 'beating'
Meta to start labeling AI-generated content in May
তার সফরে রাজনীতি, অর্থনীতি, শ্রমবাজারসহ বিভিন্ন ইস্যু গুরুত্বপূর্ণ থাকবে বলে জানা গেছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথম সরকারপ্রধান হিসেবে ঢাকায় আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটের তথ্য বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০০ সালে মালয়েশিয়ায় সরকারি সফরে গিয়েছিলেন। এক যুগেরও বেশি সময় পর ২০১৪ সালের ডিসেম্বর মাসে তিনি দ্বিতীয়বারের মতো দেশটিতে আসেন।
সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক সরকারি সফরে ঢাকা আসেন। এরপর চলতি বছর সংক্ষিপ্ত সফরে আসেন বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার 10 তম প্রধানমন্ত্রী হিসাবে 24 নভেম্বর 2022-এ শপথ নেন। তিনি মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টি সংগঠিত করেছিলেন। তিনি 1993-1998 সাল পর্যন্ত মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী এবং 1991-1998 সাল পর্যন্ত অর্থমন্ত্রী হিসেবে ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন বা UMNO-এর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।