Dhaka, মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

প্রথম পর্যায়ে ১৮ হাজার শ্রমিক নেওয়া হবে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

Mohin Talukder

Mohin Talukder

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৪, ০৩:৫৭ এএম
Bangla Today News

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সম্মত হয়েছেন। বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবরও দিয়েছেন তিনি।

বৈঠক শেষে শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম এসব কথা বলেন।


বাংলাদেশিদের শ্রমবাজার প্রসঙ্গে তিনি বলেন, প্রথম দফায় ১৮ হাজার বাংলাদেশিকে মালয়েশিয়ার শ্রমবাজারে নেওয়া হবে।

আনোয়ার ইব্রাহিম বলেন, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমার পূর্ণ আস্থা আছে ড. আমি বিশ্বাস করি বাংলাদেশ এগিয়ে যাবে এবং পূর্ণ সহযোগিতা করবে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান। বৈঠকে রাজনৈতিক, মানবিক ও বাণিজ্যিক দিক নিয়ে আলোচনা হয়। মালয়েশিয়ার সঙ্গে জনশক্তি রপ্তানির বিষয়ে কথা হয়েছে।

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার মন্ত্রিপরিষদের সদস্য, মন্ত্রী, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে একটি ৫৮ সদস্যের প্রতিনিধি দল রয়েছে।

Leave a comment