Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

আজ বিশ্ব শিক্ষক দিবস

Mohin Talukder

Mohin Talukder

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৪, ১০:৩৭ পিএম
Bangla Today News

আজ বিশ্ব শিক্ষক দিবস। জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও প্রযুক্তি সংস্থা ইউনেস্কো, শিক্ষকদের সম্মানে 1994 সাল থেকে প্রতি বছর 5 অক্টোবর এই দিবসটি পালন করে আসছে।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি-বেসরকারি নানা উদ্যোগে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যালি, আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হচ্ছে। শিক্ষকদের সংবর্ধনা ও পুরস্কার প্রদানের আয়োজনও রয়েছে।

এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য 'শিক্ষকের কণ্ঠ: শিক্ষায় নতুন সামাজিক প্রতিশ্রুতি'।

নীতিমালা অনুযায়ী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালিত হবে। এ অবস্থায় সব শিক্ষা প্রতিষ্ঠানকে দিবসটি যথাযথভাবে পালনের অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দিবসটির কর্মসূচিতে জানানো হয়, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

দিবসটি পালনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার পাশাপাশি বিভিন্ন র‌্যালি, আলোচনা সভা ও সেমিনার আয়োজনের উদ্যোগ নিয়েছে বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠান। দিবসটির উদ্দেশ্য হলো জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে শিক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের মানসম্মত শিক্ষা বাস্তবায়নে শিক্ষকদের গুরুত্ব সম্পর্কে অবহিত করা, শিক্ষকদের অধিকার সম্পর্কে অবহিত করা, মান নিশ্চিত করতে শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরা। সকল শিশুর জন্য শিক্ষা ও প্রাথমিক শিক্ষা, এবং সিনিয়র শিক্ষকদের অভিজ্ঞতা জানা ও কাজে লাগাতে। দিবসটি উপলক্ষে ১২ জন মেধাবী শিক্ষককে সম্মাননা জানানো হবে।

Leave a comment