দিনাজপুরের হিলিতে আজ শনিবার ( ৫ অক্টোবর ) পূজা মণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্তব্য করেছেন, দেশের প্রতি দায়বদ্ধ থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে না গিয়ে আইনের পথে হাঁটতেন।
ঈদের দ্বিতীয় দিনেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩৪ ফিলিস্তিনি
বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের
ট্রাম্পের শুল্কারোপ: অনিশ্চয়তার মুখে ভারতের ওষুধ শিল্প!
তিনি বলেন, জনগণ তাদের ভোটের অধিকার ফিরিয়ে পেতে চায় এবং এমন একটি নির্বাচন চায় যেখানে তারা ভয়ভীতি ছাড়া ভোট দিতে পারবে। ২০১৪ সালের মতো বিতর্কিত নির্বাচন কিংবা ২০২৪ সালের প্রস্তাবিত নির্বাচনকে জনগণ আর মেনে নেবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা আকরাম মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
ডা. জাহিদ হোসেন জোর দিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলন চলবে এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় তাদের সংগ্রাম অব্যাহত থাকবে।