Dhaka, মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫

আবারও নাফ নদী থেকে ১৫ নৌকাসহ জেলেদের নিয়ে গেল মিয়ানমার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৪, ০৯:৩০ পিএম
Bangla Today News

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে যাওয়া ১৫টি ডিঙি নৌকাসহ ২০ জেলেকে মিয়ানমারে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে এ ২০ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন টেকনাফের সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সালাম।

স্থানীয় ইউপি সদস্য আবদুস সালাম জানান, দুটি ইঞ্জিনচালিত নৌকা এবং ১৩টি ইঞ্জিনবিহীন নৌকায় মাছ ধরতে মোহনায় গিয়েছিলেন এ জেলেরা। আরাকান আর্মির সদস্যরা বড় ট্রলারে এসে অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যায় বলে আশপাশের অন্য জেলেরা জানিয়েছেন। যে জেলেদের ধরে নেওয়া হয়েছে তাদের সবার বাড়ি টেকনাফের সাবারং ইউনিয়নের শাহাপরীর দ্বীপের জালিয়াপাড়ায়। তবে সবার নাম এখনও জানা যায়নি।

টেকনাফের ইউএনও মো. আদনান চৌধুরীও ঘটনাটি শুনেছেন বলে জানান। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, স্থানীয় লোকজন ও পরিবারের মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন। বিষয়টি নিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

Leave a comment