ফের বিয়ে করলেন বলিউড অভিনেত্রী-মডেল সানি লিওন। তবে নতুন কেউ নয়! স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে আবার গাঁটছড়া বাঁধলেন তিনি। এই বিয়েতে পাশে ছিলেন সানি-ড্যানিয়েলের তিন সন্তান নিশা, নোয়া ও আশের।
মাথায় বসানো হবে এলন মাস্কের নিউরালিংক
রমজানে তিনটি আমল অবশ্যই করুন
South Korea launches high-speed train, hopes to boost birth rate
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সানি ও ড্যানিয়েল দুজনেই তাদের সন্তানেরা একটু বড় হলেই আবার বিয়ে করতে চেয়েছিলেন। এই দম্পতি তাদের সন্তানদের বিয়ের গুরুত্ব দেখানোর জন্য এটি করতে চেয়েছিলেন। আর এই কারণেই প্রথম বিয়ের ১৩ বছর পর আবার বিয়ে করেন তারা। গত ৩১ অক্টোবর মালদ্বীপের সমুদ্র সৈকতে তাদের বিয়ের অনুষ্ঠান হয়।এদিন পুরো পরিবার সাদা পোশাকে সেজেছিল।
ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না সানি। তবে পর্নো জগৎ থেকে সরে আসার পরও কেন দর্শকরা তাকে সিরিয়াসলি নিচ্ছেন না, বিভিন্ন সাক্ষাৎকারে তিনি কিছুটা হতাশ বলেই জানিয়েছেন।
যদিও এবারই প্রথম মুখ খুললেন নিজের পুরনো প্রেমের কথা। ড্যানিয়েলকে বিয়ে করার আগে জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান রাসেল পিটার্সের প্রেমে পড়েছিলেন সানি। ব্রেকআপের পরও রাসেল তার শো-তে তাকে নিয়ে নানা রকম রসিকতা করতেন।
বিবাহ বার্ষিকীতে জেনিফার লোপেজ-বেন অ্যাফ্লেক বিচ্ছেদ বিবাহ বার্ষিকীতে জেনিফার লোপেজ-বেন অ্যাফ্লেক বিচ্ছেদ বিবাহ বার্ষিকীতে বিচ্ছেদ করেছেন সানি, সাম্প্রতিক একটি সাক্ষাত্কারে, 'আমাদের দিনগুলি সুন্দর ছিল। আমরা খুশি ছিলাম। কিন্তু হঠাৎ বুঝলাম রাসেল আমাকে খুব একটা পাত্তা দেয় না। তাই আসুন এই সম্পর্ক থেকে সরে আসি।
এই তারকা আরও বলেন, 'শোতে তিনি আমাকে নিয়ে যে কৌতুক করেন তা নিয়ে যদি তিনি উন্নতি করেন তবে ভাল। সবাই হাসলে এটাও ভালো। ঘটনাক্রমে, সানি লিওন এবং ড্যানিয়েল ওয়েবারকে 2018 সালে তাদের সপ্তম বিবাহ বার্ষিকীতে বিয়ে করতে দেখা যায়। ছবিটি প্রকাশিত হওয়ার পর ভাইরাল হয়ে যায়।