Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

২৮ বছরে প্রথমবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশ নিচ্ছে না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৪, ১০:৫৫ এএম
Bangla Today News

কলকাতা আন্তর্জাতিক বইমেলার ৪৮তম সংস্করণে প্রথমবারের মতো বাংলাদেশ অংশগ্রহণকারী দেশের তালিকায় নেই। আগামী ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য এই বইমেলায় জার্মানি থিম কান্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা ও কলম্বিয়া।

বইমেলার উদ্যোক্তা পাবলিশার্স ও বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চ্যাটার্জী এ বিষয়ে বলেন, "বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকারের কাছ থেকে কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে কিছু বলতে পারছি না।" উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে গত ২৮ বছর ধরে কলকাতা বইমেলায় বাংলাদেশ নিয়মিত অংশগ্রহণ করে আসছিল এবং ১৯৯৯ সালে বাংলাদেশ ছিল থিম কান্ট্রি।

Leave a comment