লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বারবার ইসরাইলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ক্ষয়ক্ষতির পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটের কারণে নগরীর বিভিন্ন এলাকা অন্ধকার হয়ে গেছে। ইরনা গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, লেবানন থেকে গতকাল রাতে হাইফা শহরে অন্তত দশটি রকেট নিক্ষেপ করা হয়েছে এবং এর মধ্যে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইসরায়েলের দখলদার বাহিনী এ খবর নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চবি জাদুঘর অটোমেশান এবং ওয়েবসাইট ডিজাইনের কাজ শুরু
হিজবুল্লাহর হামলায় ৪ ইসরাইলি সেনা নিহত
চলতি বছর প্রায় এক হাজার হামলার হুমকি পেয়েছে ভারতীয় এয়ারলাইন্স
হাইফা শহরে হিজবুল্লাহর হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। শহরের আল-কারমেল এলাকায় বেশ কিছু ভবন ও যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
হাইফা ছাড়াও, হিজবুল্লাহ একর শহর এবং এর আশেপাশের এলাকায়ও হামলা চালায়, যেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে যে হিজবুল্লাহ যোদ্ধারা শনিবার (১৬ নভেম্বর) পশ্চিম গ্যালিল অঞ্চলের পাশাপাশি ক্রায়োথ এবং একর শহরে হামলা চালায়। ফলে এসব এলাকায় সাইরেন শোনা যায়।
এদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সাইরেনের শব্দ শুনে লোকজন আশ্রয়কেন্দ্রে ছুটে গেলে অন্তত পাঁচজন আহত হয়েছেন।