মালয়েশিয়ায় যৌন নিপীড়নের শিকার দুই বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে দেশটির অভিবাসন বিভাগ এই তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, গতকাল সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে যৌন নিপীড়নের শিকার দুই বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দুই নারীর বয়স যথাক্রমে ৩০ ও ৩৪ বছর। এ সময় ঘটনায় জড়িত থাকার সন্দেহে চারজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে তিনজন সিন্ডিকেট সদস্য ও পরিকল্পনাকারী বলে সন্দেহ করা হচ্ছে।
শহীদ আবরার ফাহাদের স্মরণে চবি ছাত্রদলের মৌন মিছিল
বাংলাদেশকে নিয়ে ‘মিথ্যা’ খবরে সয়লাব ভারতীয় মিডিয়া
শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা আজ
দেশটির অভিবাসন বিভাগ জানায়, ভালো চাকরির প্রস্তাব দিয়ে এসব নারীদের মালয়েশিয়ায় এনে যৌনদাসী হিসেবে কাজ করতে বাধ্য করা হয়। মানব পাচার ও অভিবাসীদের চোরাচালানবিরোধী আইন (এটিআইপিএসওএম) ২০০৭ (অ্যাক্ট ৬৭০) এর অধীনে অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।