২০২৪ সাল বিদায় নিতে আরও দেড় মাসের মতো বাকি। তবে কয়েকদিনের মধ্যেই শেষ হতে চলেছে চলতি বছরের আন্তর্জাতিক ফুটবলের সূচি। এরই মধ্যে বছরের শেষ ম্যাচ খেলে ফেলেছেন দুই লাতিন জায়ান্ট ব্রাজিল-আর্জেন্টিনা। যেখানে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জয় পেলেও পয়েন্ট ভাগাভাগি করতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
বুধবার (২০ নভেম্বর) সকালে অল্প সময়ের ব্যবধানে মাঠে নামবে দুই দল। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে সকাল ৬টা আর্জেন্টিনা মুখোমুখি হয় পেরুর এবং ৬টা ৪৫ মিনিটে ব্রাজিল মুখোমুখি হয় উরুগুয়ের।
The world's best Stanford University teacher is BUET's Tauhidul Islam
Musk strongly criticized the arrest of the CEO of the Telegram app
4 of the hostage ship Photos of the pirates are out in the open
আর্জেন্টিনার ম্যাচে মেসির পাস থেকে একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ। ৫৫ তম মিনিটে মার্টিনেজ এই গোলেই পেরুর বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সর্বশেষ ম্যাচে প্যারাগুয়ের কাছে হারের পর আবারও জয়ের পথে ফিরল লিওনেল স্কালোনির দল।
পেরুর বিপক্ষে জয়ের মধ্যদিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চল থেকে শীর্ষস্থান নিয়েও বছর শেষ করল আর্জেন্টিনা। এই জয়ের পর ১২ ম্যাচ থেকে আর্জেন্টিনার সংগ্রহ ২৫ পয়েন্ট।
বিপরিতে ভেনেজুয়েলার পর উরুগুয়ের সঙ্গেও ড্র করল ব্রাজিল। সালভাদরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের সঙ্গে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৫৫ মিনিটে রিয়াল মাদ্রিদ তারকা ফেদেরিকো ভালভের্দের দারুণ এক গোলে এগিয়ে যায় উরুগুয়ে। ৭ মিনিটে পেনাল্টি বক্সের মাথা থেকে গেরসনের দুর্দান্ত এক শট খুঁজে নেয় উরুগুয়ের জাল।
নিজেদের মাঠেও পয়েন্ট হারিয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকার পাঁচে নেমে গেল ব্রাজিল। ১২ ম্যাচে তৃতীয়বার ড্র করা ব্রাজিলের পয়েন্ট ১৮। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে পয়েন্ট টেবিলে শীর্ষ ৬ দল সরাসরি খেলবে বিশ্বকাপে। সপ্তম দলটিকে দিতে হবে প্লে অফ পরীক্ষা।