মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমের অভিযোগে ব্রিটিশ ভ্যাকুয়াম ক্লিনার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডাইসনের বিরুদ্ধে মামলা করার অনুমতি পেয়েছেন বাংলাদেশি শ্রমিকরা। শুক্রবার যুক্তরাজ্যের আপিল আদালত এই মামলার অনুমতি দেন।
রয়টার্স ও মালয়েশিয়ার স্ট্রেইট টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি ও নেপালের ২৪ শ্রমিক অভিযোগ করেছেন, মালয়েশিয়ার এটিএ ইন্ডাস্ট্রিয়াল নামক প্রতিষ্ঠানে কাজ করার সময় তাদের বেতন থেকে অবৈধ অর্থ কেটে নেওয়া হয় এবং শারীরিক নির্যাতন করা হয়।
Emir of Qatar is coming to Dhaka tomorrow, 6 agreements will be signed
Mustafiz got more bad news not being able to play a match
Clocks in Europe will move forward one hour from today
শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে লন্ডনের আদালতে দায়ের করা মামলায় ডাইসন টেকনোলজি লিমিটেড, ডাইসন লিমিটেড এবং তাদের মালয়েশিয়ান সহযোগী প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে।
ডাইসন ২০২১ সালে মালয়েশিয়ান সরবরাহকারী প্রতিষ্ঠান এটিএ-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। তবে তারা অভিযোগ অস্বীকার করে বলেছে, এই মামলা মালয়েশিয়াতেই হওয়া উচিত। যদিও আপিল আদালত লিখিত রায়ে উল্লেখ করেছেন, "লন্ডন এই মামলার জন্য যথাযথ স্থান।"
ডাইসনের এক মুখপাত্র বলেন, "এই সিদ্ধান্ত একটি প্রক্রিয়াগত বিষয়, যেখানে নির্ধারণ করা হয়েছে মামলাটি কোথায় শুনানি হবে। আমরা আদালতের সিদ্ধান্তের সঙ্গে একমত নই এবং আইনি বিকল্প নিয়ে পর্যালোচনা করছি।"