ভারতে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে নৌবাহিনীর স্পিডবোটের সংঘর্ষ হয়েছে। এতে নৌ কর্মকর্তাসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) ভারতের মুম্বাইয়ে এ দুর্ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাই উপকূলে একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে নৌবাহিনীর স্পিডবোটের সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনার সময় নৌবাহিনীর স্পিডবোটের ইঞ্জিনের পরীক্ষা চলছিল। এ সময় এটি নিয়ন্ত্রণ হারিয়ে লঞ্চে ধাক্কা দেয়।
নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নৌ কর্মকর্তা ও দুজন টেকনিশিয়ান রয়েছেন।
Beijing lost under the leadership of Ambani! Mumbai is now the 'rich capital' of Asia
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে আজ ভাষণ দেবেন ড. ইউনূস
ড. ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
প্রতিবেদন বলা হয়েছে, দুর্ঘটনার সময়ে লঞ্চে ১১০ জন যাত্রী ছিলেন। আর স্পিডবোটে ছিলেন পাঁচজন। তাদের মধ্যে লঞ্চের ১০ যাম্ত্রী নিহত হয়েছেন। এছাড়া নৌকর্মকর্তাসহ মোট ১০২ জনকে উদ্ধার করা হয়েছে।
নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার বিকাল ৪টার দিকে নৌবাহিনীর একটি স্পিবোট নিয়ন্ত্রণ হারিয়ে মুম্বাইয়ের কারঞ্জার কাছে নীল কমল নামে একটি যাত্রীবাহী ধাক্কা দেয়। এ সময় এটি গেটওয়ে অব ইন্ডিয়া সংলগ্ন ফেরিঘাট থেকে এলিফ্যান্টা দ্বীপে যাচ্ছিল।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, দুর্ঘটনার পর ভারতের নৌবাহিনী, পুলিশ এবং কোস্টগার্ডের ১১টি নৌকার ও চারটি হেলিকপ্টার দিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে।
ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবীশ জানান, এখনও কেউ নিখোঁজ রয়েছেন কিনা তা নিশ্চিত হয়। সকালে বিষয়টি স্পষ্ট বোঝা যাবে। নিহদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়। এ ঘটনায় পুলিশ ও নৌবাহিনীর পক্ষ থেকে পৃথক তদন্ত করা হবে বলে জানিয়েছেন ফড়নবীশ।