খ্রিস্টানদের পবিত্র ধর্মীয় উৎসব বড়দিনে ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনাকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি 'অমানবিক' হিসেবে অভিহিত করেছেন।
বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে জেলনস্কির বক্তব্য। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ২৫ ডিসেম্বর খ্রিষ্টানদের পবিত্র উৎসবের দিনে ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা চালিয়ে আন্তর্জাতিক মানবিক আইনের মারাত্মক লঙ্ঘন করেছে।
বিশ্ব Read more from
Beijing lost under the leadership of Ambani! Mumbai is now the 'rich capital' of Asia
Coca-Cola is changing its business model to survive the boycott
Instagram is trying to divide TikTok users
তিনি এক বিবৃতিতে বলেন, এটি একটি নিষ্ঠুরতা, একটি অমানবিক কাজ। যখন বিশ্ব শান্তি এবং ভালোবাসার বার্তা নিয়ে খ্রিস্টমাস উদযাপন করছে, তখন রাশিয়া ইউক্রেনের নিরীহ জনগণের উপর আঘাত অব্যাহত রেখেছে।
গার্ডিয়ান বলছে, রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহর ও অবকাঠামোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে বেশ কয়েকজনের মৃত্যু এবং বহু মানুষের ক্ষতি হয়েছে।