বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সুইডেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসভিটির বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩২
ইলন মাস্ককে ড. ইউনূসের ফোন, যে বিষয়ে আলোচনা
মসজিদে নববীর প্রধান ইমাম হলেন শেখ আব্দুল রহমান আল হুদাইফি
পাবলিক ব্রডকাস্টার এসভিটি জানায়, ৩৮ বছর বয়সি সালওয়ান সাবাহ মাত্তি মোমিকাকে সোডারতালজে শহরে তার ঠিকানায় মৃত অবস্থায় পাওয়া গেছে।
স্টকহোম পুলিশের একজন মুখপাত্র বলেছেন, প্রায় ৪০ বছর বয়সি এক ব্যক্তিকে একটি অ্যাপার্টমেন্টে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে, পুলিশ নিশ্চিত করে যে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং তারা হত্যার তদন্ত শুরু করেছে। ডেনমার্কের পুলিশকেও হত্যাকাণ্ড সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে। তবে নিহত ব্যক্তি মোমিকা কি না, তা সরাসরি বা তার নাম উল্লেখ করেনি পুলিশ।
এছাড়া খবরে বলা হয়েছে, গুলির ঘটনাটি সামজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়ে থাকতে পারে।
প্রসঙ্গত, খ্রিস্টান থেকে নাস্তিক হওয়া মোমিকা নিজেকে একজন ‘উদার নাস্তিক সমালোচক এবং চিন্তাবিদ’ হিসেবে বর্ণনা করতেন। গত বছর আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে মোমিকা বলেছিলেন, তিনি সুইডেন ছেড়ে নরওয়ে চলে গেছেন এবং সেখানে আশ্রয় নেয়ার পরিকল্পনা রয়েছে।
অসলো ডিস্ট্রিক্ট কোর্টের এ সংক্রান্ত এক রায়ের নথি অনুসারে, মোমিকাকে গত বছরের ২৮ মার্চ গ্রেফতার করা হয়। তার একদিন আগেই সেখানে পৌঁছান তিনি।
সংবাদমাধ্যম ডেইলি সাবাহ সেসময় জানায়, ৩০ মার্চ (২০২৪ সালের) শুনানির পর মোমিকাকে চার সপ্তাহের জন্য আটক রাখার সিদ্ধান্ত নেন আদালত। ইইউ আইন মেনে নরওয়েজিয়ান ডিরেক্টরেট অব ইমিগ্রেশন (ইউডিআই) তাকে সুইডেনে ফেরত পাঠানোর অপেক্ষায় রয়েছে বলেও তখন জানানো হয়।
উল্লেখ্য, সুইডেনে একাধিকবার পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটানো ইরাকের নাগরিক মোমিকাকে এর আগে নরওয়েতে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে খবর প্রকাশ করেছিল আন্তর্জাতিক কিছু গণমাধ্যম। যদিও পরে তার সত্যতা নিশ্চিত করা যায়নি।
এবার ব্যাপক সমালোচিত ওই ব্যক্তির নিহতের খবর দিলো সুইডেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম।