কেমন হয় যদি ভারতের গালে চপেটাঘাত করে তাদের তথাকথিত বন্ধু রাষ্ট্র। হ্যাঁ ঠিকই শুনছেন এবার এমনটাই ঘটেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। সবার সাথে করমর্দন করলেও মোদিকে পাত্তাই দেননি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।
Will set sail in 2027 Titanic-2
গাজার ‘প্রধানমন্ত্রীকে’ হত্যা করেছে ইসরায়েল
Hollywood actor Will Smith, impressed by reading the Quran, shared his feelings
গত সোমবার (১০ ফেব্রুয়ারি) ফ্রান্সের প্যারিসে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে হওয়া সামিটে যোগ দেন মোদি। সেখানে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বিশ্বনেতাদের সাথে কুশল বিনিময় এবং করমর্দন করলেও সামান্যতম সন্মানও প্রদর্শন করেননি মোদিকে।
সবাইকে অভিবাদন জানানোর এক পর্যায়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সাথে করমর্দন করেন ম্যাকরন। ঠিক তার পাশেই বসা ছিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। কিন্তু ম্যাকরন যেন তোয়াক্কাই করলো না মোদিকে। এমনকি অন্যান্যদের সাথে হাত মেলানোর সময় দুই বার হাত বাড়িয়ে দেন হিন্দুত্ববাদী কট্টরপন্থী এই নেতা। তবে তা যেন দেখেও দেখলেন না ম্যাকরন।
এদিকে সেই ভিডিওটি ছড়িয়ে পরেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা যায় পর পর দুইবার হাত বাড়িয়ে দিয়েও সাড়া পাননি মোদি। এতে অনেকটা বিব্রত বোধ করেন তিনি। এমন ভিডিও দেখে হাসি যেন থামছেই না নেটিজেনদের। অনেকেই বলছেন, গরুকে কেউই পাত্তা দেয়না। আরেকজন লিখেছেন, 'আহারে! লজ্জায় লাল হয়ে গেছে দাদা'। হাদিউল নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ' দাদা স্ট্রক করো না, গোমূত্র ছেড়ে দেও, নইলে কেউ পাত্তা দিবে না।'