Dhaka, শনিবার, এপ্রিল ৫, ২০২৫

এবার পশ্চিম তীরে সেনা অভিযানে নামছে ইসরায়েল

সিয়াম ইসলাম

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৩৪ পিএম
Bangla Today News

দখলদার ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে বৃসন্দেহভাজন সন্ত্রাসী হামলায় তিনটি খালি বাসে বিস্ফোরণের পর এবার পশ্চিম তীরে সামরিক অভিযান চালাতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন মিডিয়া সিএনএন বলছে- ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্রের দক্ষিণে ব্যাট ইয়াম ও হোলন শহরে গত বৃহস্পতিবার খালি গাড়িতে লাগানো বিস্ফোরক ডিভাইস পরপর বিস্ফোরিত হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং তাৎক্ষণিকভাবে কেউ বিস্ফোরণের দায় স্বীকার করেনি। কর্তৃপক্ষ জানায়, ব্যাট ইয়ামের একটি ডিপোতে পার্ক করা বাসে দুটি বোমা বিস্ফোরিত হয়। আর হোলনে তৃতীয় একটি বাসে লাগানো বিস্ফোরক ডিভাইস থেকে আরেকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ব্যাট ইয়ামের ছবিতে ডিপোতে থাকা দুটি পুড়ে যাওয়া বাস এবং ঘটনাস্থলে ফরেনসিক কর্মীদের কাজ করতে দেখা গেছে। এ দিকে চতুর্থ একটি বাসে অবিস্ফোরিত একটি বিস্ফোরক ডিভাইস পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদারের পাশাপাশি দেশজুড়ে বাস ও ট্রেন চলাচল বন্ধ রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। নেতানিয়াহুর কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে এবারের নাশকতাকে ‘বাসে গণ বোমা হামলার চেষ্টা’ বলে বর্ণনা করা হয়েছে।

Leave a comment